সাদা কাগজ
অভিজিৎ হালদার
আমার হৃদয়ের সাদা কাগজে
শুধু তোমারই নাম লেখা।
আমার সকল ভাবনার চোখে
জোনাকির নীল আলো ভরা।
তুমি আছো কল্পনার আকাশে
সকাল-সন্ধ্যা আমারই হৃদয়ের
সাদা কাগজে; নীলাকাশ
স্বপ্ন ভরা মেঘে মেঘে।
কখনো বৃষ্টি ঝরে এখানে
আমার মনের ছোট্ট ঘরে।
সাদা কাগজে লেখা সকল কবিতা
একে একে উড়ে যায় তোমার মনের
ভালোবাসার ঘরে;প্রেম
এতো শুধু প্রেমেরই বাতাবরণ।
সাদা কাগজ শুধু প্রেমেরই কথা বলে
তুমি আছো সান্ত্বনার মননে।
শুধু তোমারই নাম লেখা।
আমার সকল ভাবনার চোখে
জোনাকির নীল আলো ভরা।
তুমি আছো কল্পনার আকাশে
সকাল-সন্ধ্যা আমারই হৃদয়ের
সাদা কাগজে; নীলাকাশ
স্বপ্ন ভরা মেঘে মেঘে।
কখনো বৃষ্টি ঝরে এখানে
আমার মনের ছোট্ট ঘরে।
সাদা কাগজে লেখা সকল কবিতা
একে একে উড়ে যায় তোমার মনের
ভালোবাসার ঘরে;প্রেম
এতো শুধু প্রেমেরই বাতাবরণ।
সাদা কাগজ শুধু প্রেমেরই কথা বলে
তুমি আছো সান্ত্বনার মননে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন