অভ্রকান্তি মান্না

কবিতা - ভালবাসি

লেখক: অভ্রকান্তি মান্না

ভালোবাসি,নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়।
হয়তো দিনে কথা হয় একবার,
কিন্তু তুমি কি জানো তোমার কথা মনে পড়ে কতবার।
চোখে চোখ রেখে বলতে পারি,
তুমিই আমার জিত, আর তুমিই আমার হার।
ছোটো থেকে বড় হওয়া হাজার রকম স্মৃতি,
কিন্তু ভেবে দেখেছো কি,
কিভাবে হয় গেলে তুমি আমার প্রিয় মানুষটি।

ভালোবাসি,নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়।
কথা না বলেও ভালবাসা যায়,
যেটা বুঝিয়ে দিলে তুমি বারবার।
কত রাগ আর কত অভিমান,
কিন্তু তার মধ্যে পরে আছে ভালবাসার টান।

ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়।
তুমি হাতটা ধরো একবার,
জীবনে ছাড়বো নাকো আর।
বিশ্বাস করো একবার,
আমার জীবনে তুমিই একটি শ্রেষ্ট উপহার।

~অভ্রকান্তি

৬৭
মন্তব্য করতে ক্লিক করুন