অভ্রকান্তি মান্না

কবিতা - তুমি ও আমি

লেখক: অভ্রকান্তি মান্না

ওই দেখো জোৎস্নাময়ী চাঁদ উঠেছে আকাশে,
রজনীগন্ধার সুবাস ভেসে চলেছে বাতাসে..
তুমি,আমি বসে আছি কাছাকাছি,
হ্যাঁ,আজ শুধু তুমি আর আমি
কেউ নেই আর আশেপাশে।
দুজন দুজনার দিকে তাকিয়ে আছি বিশ্বাসে,
ভালোবাসা আছে আমাদের নিশ্বাসে প্রশ্বাসে।
~অভ্রকান্তি

৬২
মন্তব্য করতে ক্লিক করুন