মনদুয়ারী! নাও না তুমি
ব্যথা কিছু নিয়ে,
কলিজাতে জং ধরেছে
সহিতে পারি নহে।

আগলে রেখে পুষে ছিলাম
মনের ভেতরে তে,
ক্লেশের পাহাড় ভুলে গিয়ে
ভালো থাকি যাতে।

নিংড়ানো মন দেখে স্বপন
আসবে ফিরে কবে,
এই আশাতে প্রহর গুণি
সকাল-বিকাল সাঝে।

বিরহেরও সাগর মাঝে
সাঁতার কাটি দুঃখে,
মায়ার পাখি উইড়া গেছে
অচীন পুরের গ্রহে।

পরে পড়বো
৫৭
মন্তব্য করতে ক্লিক করুন