হায়রে দিলও-আশা!
শত চেষ্টা করার পরও
পেলাম তাহার ভালোবাসা।
হায়রে মনের ইচ্ছা!
কথা বলার ধরণ দেখে
বুঝি নাই যে-
সবই ছিল কিচ্ছা।
হায়রে স্মৃতির সমাস!
অতীত মনে করিয়ে কেন
তুই আমারে কাঁদাস?
হায়রে ছলনাময়ী নারী!
তোরই স্মৃতি মনে হলে
যাইযে আমি মরি।
হায়রে মহাকাল!
এই জনমে আর কি পাবো না
সেই সুখের সময়কাল।
হায়রে কপাল পোড়া!
যার তরে পেলে এত কষ্ট
তারে করিয়েই দে ক্ষমা।

মন্তব্য করতে ক্লিক করুন