আধুনিক সমাচার

আবু জাফর মহিউদ্দীন আবু জাফর মহিউদ্দীন

চারদিকে মোবাইল
পড়া -লেখায় বারোটা,
মনে এখন অনলাইন
কেড়ে নিলো লাজটা।

সাক্ষাৎ ফেসবুকে
ছবি থাকে আবডেটে
রঙ্গিন দিনগুলো
ভুলে এখন টিকটকে।

ছোট কচি বাচ্চার
নেই আজ নেই সুখ,
মোবাইল হাতে নিয়ে,
মা দেখে ইউটিউব।

খেলাধুলা বিনেদন
সব গেছে গোল্লায়,
ফ্রি ফায়ার ম্যাচ এখন
মোবাইলের পাল্লায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন