আবু জাফর মহিউদ্দীন

কবিতা - ঈদে মিলাদুন্নাবী (সা.)

লেখক: আবু জাফর মহিউদ্দীন

চারদিকে বাজে দামামা
বহিয়া ধরাতে ঈদ,
এসেছে সোমবার রবিউল আউয়াল
খুশি বহিছে গীত।

আমেনার ঘরে নন্দন যিনি
গাহিতে সাম্যর গান,
শিরক-কুফর নিমিষে উৎখাত
ঘোষিতে বিধাতার স্লোগান।

আকাশ বাতাস মুখর করে
পৌঁছে দেয় বার্তা ঘরে,
বৃক্ষ গুল্ম তৃণ-লতা
ভধুর সলিলে দরুদ স্বরে।

শিরক কুফর ভরেছিল,
ছিল সে অমানিশার রাত,
মারামারি লাঠালাঠি
ছিল না কোথাও বাদ‌।

নবী মোহাম্মদ কেমন ছিলেন
ভাবতে শিহরে প্রাণ,
খোদার পরে শ্রেষ্ঠ সম্মানী
আজো হৃদয়ে হয়ে অম্লান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৩৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন