রোগ শয্যায় বিদেশ থেকে

আবুল হাসান আবুল হাসান | কাব্য - পৃথক পালঙ্ক

বনে’র সবুজ লন্ড্রীতে আমার অরণ্য জামা উঠছে ঐ
সর্বঋতু সম্মত পোশাক আমার!
তুষারলোর বোন! বস্ত্রালয় থেকে ফিরে এসে
আবার তোমাকে যেনো পাই।

কি কি আনবো, শোনো :
পাখিরা রয়েছে তাই পরিবহণের কোনো সমস্যা হবে না।
আনবো অঢেল উষ্ণ মহাকাল, বসন্ত বৈকাল?
উড় উড় সমুদ্রের হাওয়া।
বৈদেশিক বাণিজ্য টাওয়ার বাক্‌সে টোকা দিয়ে
আনবো আলোর নতি, নীল মুদ্রা, মৈত্রী ও বসতি!
তৈরী থেকো হে মাধুরী মৃত্তিকা সবাই।
সজল কুয়াশা’কিছু শাদা রোদ, শুশ্রূষা, কুসুম
প্রেমিক যা ভালোবাসে প্রেমিকার উদার চুম্বন,
শিশুরা যা ভালোবাসে মায়ের মধুর মন্থন!
কবিরা যা ভালোবাসে ছন্দোদ, নৃত্য, নারী
আলো আর নৈশপথচারী সারি সারি
সমুদ্র পাহাড় ঊষা, প্রকৃতির পিলসুজ, তামা :
আনো অভিধানে তুলে বৈদেশিক ক্ষম ও সুষমা!

তৈরী থেকো, হে উত্তমা হে বোধি পরমা
ছিপখানা, তিনদাঁড় তোমাকে পাঠাই যেন তরী!
স্বাস্থ্যনিবাসের নীলে আমার উদ্ধার ঐ সুন্দরী কিশোরী
এ বয়সে এখনি সেবিকা!
জানে মমতায় কত মন্বন্তর মুছে দেওয়া যায়!
জানে মমতায় কত জন্ম নেয় মনীষা, মনীষা!

বনে’র সবুজ ঊষা আমার মঞ্জুষা হলো ঐ
পুষ্পপাত্রে পানীয় আমার!
আমি চোখে ক্লান্তি ধুয়ে ধ্যান করি
ফিরে পাবো সাবিত্রী সংসার!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন