সহবাস

আবুল হাসান আবুল হাসান | কাব্য - পৃথক পালঙ্ক

দ্রাক্ষার বদলে আমি দুঃখ দেবো :
মৃত্যুর বদলে মধু চাও যদি তবে,
পা ডুবিয়ে বসে এই যুগল তৃষ্ণার চোখে
ভোগ করো তোমাকে তোমার মতো নারী!
সুপেয় শরীর তুমি পান করো সূর্যলতা,
পাহাড় প্রভাতরশ্মি হুলস্থুল দেশ, মহাদেশ :
স্তনে স্পর্শেী টান নীলাভ্র ছন্দের রৌদ্রে ভরে তোলো
যা আর এখন নেই সেই শুভ্র প্রাথমিক গোলা

তোমার হাতটান মানে খাদ্যের অভাবে মৃত্যু
তুমি রুষ্ট হলে সব ছন্দবাক্য লবণেও দুষ্প্রাপ্য ব্যাধির
মহাজন ঢুকে পড়ে আনে অঙ্গে আহত ঝিলিক,
দেশ ছেয়ে যায় ভূখা শিশু ও যীশুর হাড়ে চতুর্দিক
ছড়ায় মৃত্যু খুলি, মাটি, ঠুলি, বিষ, বলিদান।

কবির কল্যাণমন্ত্রে উচ্চারিত তোমার সুষমা যদি
ভালোবাসো, ভিন্ন হও, ক্ষয়ের ভিতরে যাও সুসময়,
আবার বর্বর বাধা মহিষাসুরের ক্ষুরে ছিন্ন ভিন্ন যে উদ্যান
তাকে টান টান শুভ্র উঠান করো করতলে ফোঁটাও সুদিন।
দাও অনুধ্যানমন্ত্রে শ্রেষ্ঠ নির্মাণশক্তি হাতে ধনুর্বান তুমি
ফিরে এসো অভিজ্ঞান, জলস্পর্শ, পায়রার উজান পাখা,
বসুক তোমার তীব্র শাখা পরী মৃনাল বাহুতে আজ
নিভৃতে চলুক রতি, প্রেম ও উন্থান হোক
যুগল ধর্মের শর্ত, সময়ের শুভার্থ, সৃষ্টির সম্মান।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন