আবুল হাসান

কবিতা - টানাপোড়েন

লেখক: আবুল হাসান

প্রতি পদপাতে এক একটি রোমশ ভয় আমুণ্ডু আচ্ছন্ন করে।
যখন আমাকে
আবিষ্কার করি ও কোটরের সাপগুলো বিষজিহ্বা দিয়ে সব নিচ্ছে টেনে
বাকলের সমস্ত শরীর!
কোনটা ধরে রাখি আর কোনটা ফেলে দেই!
কোটর বাকল সবই আমার!
একটায় বিষধর সাপ, অন্যটায় প্রকৃতির পাখির নখের নৃশংসতা!
প্রতি পদপাতে এক একটি রোমশ ভয় আমুণ্ড আচ্ছন্ন করে
যখন আমাকে
আবিষ্কার করিঃ মৃত্যু তার কালো শুঁড় দিয়ে সব টেনে তুলছে।
জীবনের পাল্টে যাওয়া বয়সে পাথরগুলোকে!
কোনটা ধরে রাখি আর কোনটা ফেলে দেই
একটায় অবলুপ্তি, অন্যটায় অন্ধ জাগরণ!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন