প্রেম-১

আহমেদ সজীব আহমেদ সজীব

মুগ্ধ হই মোহিনীর মোহিত বচনে
দগ্ধ হই সর্বক্ষন আয়ত লোচন
দেখি ওমুখ যতই
মূক হয়ে স্থীর রই
ষড়রিপু চূর্নীভূত হয় নধর চরণে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন