চিত্তের অনলে আত্মভোলা
এ কে দাস মৃদুল
আমার
সম্পর্কটাও নোংরা
বঞ্চনার অনলে কালবেলা
ভস্মাচ্ছাদিত ধ্বংস যজ্ঞের মেলা,
নিরীহ তবুও চলে অত্যাচারের খেলা;
দয়াময় আমাকে মেরে ভাসিয়ে দাও ভেলা।
আমার
পথটাও নোংরা
ধেয়ে আসে অবিচল
রক্তিম চোখে হায়েনার দল,
মৃন্ময় সমাজেরে করে দেয় অচল;
দয়াময় আমাকে দাও একটু শুদ্ধের জল।
আমার
নারীটাও নোংরা
করে বেড়ায় পরকীয়া
ব্যাকুল বিদগ্ধ আমার হিয়া,
দুরারোগ্য জ্বালা জুড়াই কি দিয়া?
দয়াময় আমাকে অতি সত্বর যাও নিয়া।
আমার
রাজনীতিটাও নোংরা
মৎস্যের পরিপূর্ণ ডোলা
তবুও করছেন পুকুর ঘোলা,
অন্ধকারের দেশে দরজা নাই খোলা;
দয়াময় আমাকে করো না আর আত্মভোলা।
সম্পর্কটাও নোংরা
বঞ্চনার অনলে কালবেলা
ভস্মাচ্ছাদিত ধ্বংস যজ্ঞের মেলা,
নিরীহ তবুও চলে অত্যাচারের খেলা;
দয়াময় আমাকে মেরে ভাসিয়ে দাও ভেলা।
আমার
পথটাও নোংরা
ধেয়ে আসে অবিচল
রক্তিম চোখে হায়েনার দল,
মৃন্ময় সমাজেরে করে দেয় অচল;
দয়াময় আমাকে দাও একটু শুদ্ধের জল।
আমার
নারীটাও নোংরা
করে বেড়ায় পরকীয়া
ব্যাকুল বিদগ্ধ আমার হিয়া,
দুরারোগ্য জ্বালা জুড়াই কি দিয়া?
দয়াময় আমাকে অতি সত্বর যাও নিয়া।
আমার
রাজনীতিটাও নোংরা
মৎস্যের পরিপূর্ণ ডোলা
তবুও করছেন পুকুর ঘোলা,
অন্ধকারের দেশে দরজা নাই খোলা;
দয়াময় আমাকে করো না আর আত্মভোলা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন