করোনায় বিশ্ব মহামারি

এ কে দাস মৃদুল এ কে দাস মৃদুল

নিস্তব্ধ হয়ে যাচ্ছে ধরণির সব কোলাহল
থেমে যাচ্ছে পথিকের চলাচল
মৃত্যুর উৎকণ্ঠায় গৃহবন্দি হচ্ছে মানুষের দল
ভেঙে যাচ্ছে নিখিল মনোবল
ভয়াল করোনা বিশ্বকে করে দিচ্ছে অচল
যেন একফোঁটা বিষাক্ত হলাহল।
প্রাণের আর্তনাদে কাঁপছে আকাশ-বাতাস-স্থল
জীবনপ্রবাহে ধেয়ে আসছে অমঙ্গল
আক্রান্ত প্রাণ চিকিৎসাতেও হচ্ছে না সচল
করোনার এমনই ভয়ংকর ছোবল
মৃত্যুর বহর কবর-শ্মশান করছে দখল
জীবৎকাল সাঙ্গ করে অবিরল।
স্বজনও পারছে না দিতে মরদেহের গোসল
কী নিষ্ঠুর নিয়তির ছল
কবে হবে নিরাময় এই অশান্ত ভূমণ্ডল
কবে ফুটবে শান্তির শ্বেতকমল
ভেবে ভেবে কবিপ্রাণ আজ ভীষণ চঞ্চল
কপোল বেয়ে ঝরছে অশ্রুজল।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন