ঈদ মোবারক
এ কে দাস মৃদুল
গোধূলি তার রঙ ছড়িয়েছে আপন ভঙ্গিমায়
অপরূপ আভায় স্রষ্টার মহিমায়
ওই দেখো আকাশে চাঁদ উঠেছে মনোলোভায়
হিমেল বাতাসের মনোরম সন্ধ্যায়
ঘরে ঘরে আনন্দোচ্ছ্বাসই বলে দিয়ে যায়
ঈদ এসেছে সমগ্র ধরায়।
চারিদিকে ধূম পড়েছে নরনারীর ঈদের কেনাকাটায়
সেজেছে শহর-গ্রাম আলোকসজ্জায়
খুশির জোয়ারে গানের মূর্ছনা পাড়ায়-মহল্লায়
তোমরা এসে দেখো রাস্তায়
ঈদ এসেছে আনন্দ নিয়ে চন্দ্রপ্রভার শোভায়
ধনী-গরিব সবারই দরজায়।
প্রভাত শেষের রৌদ্রে রাঙা ঈদগাহ’র পবিত্রতায়
নামাজ পড়বে সবাই একাগ্রতায়
ঈদ মোবারক বলে অবশেষে জড়াবে পিঞ্জিরায়
একে-অন্যের কুশল কামনায়
ভেদাভেদ সব ভুলে আগামীর মঙ্গল বার্তায়
দৃঢ়প্রতিজ্ঞ হবে সবাই হৃদ্যতায়।
অপরূপ আভায় স্রষ্টার মহিমায়
ওই দেখো আকাশে চাঁদ উঠেছে মনোলোভায়
হিমেল বাতাসের মনোরম সন্ধ্যায়
ঘরে ঘরে আনন্দোচ্ছ্বাসই বলে দিয়ে যায়
ঈদ এসেছে সমগ্র ধরায়।
চারিদিকে ধূম পড়েছে নরনারীর ঈদের কেনাকাটায়
সেজেছে শহর-গ্রাম আলোকসজ্জায়
খুশির জোয়ারে গানের মূর্ছনা পাড়ায়-মহল্লায়
তোমরা এসে দেখো রাস্তায়
ঈদ এসেছে আনন্দ নিয়ে চন্দ্রপ্রভার শোভায়
ধনী-গরিব সবারই দরজায়।
প্রভাত শেষের রৌদ্রে রাঙা ঈদগাহ’র পবিত্রতায়
নামাজ পড়বে সবাই একাগ্রতায়
ঈদ মোবারক বলে অবশেষে জড়াবে পিঞ্জিরায়
একে-অন্যের কুশল কামনায়
ভেদাভেদ সব ভুলে আগামীর মঙ্গল বার্তায়
দৃঢ়প্রতিজ্ঞ হবে সবাই হৃদ্যতায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৯২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন