এ কে দাস মৃদুল

কবিতা - একি হলো আমার

লেখক: এ কে দাস মৃদুল

একি
হলো আমার
যেনো সাহারায় হাঁটছি
তপ্ত বালিরাশি মাড়িয়ে বারবার,
কিসের আশায় ছুটছি পিয়াসু অন্তরে?
কিসের এতো তৃষ্ণা, জলের নাকি ভালোবাসার?

ওগো
বলো না
কেন এতো তৃষ্ণা
কেন এই বিমূর্ত ছলনা?
দিবানিশির এই অস্থির অনুভূতির খেলা;
উন্মত্ততায় ভরিয়ে দেয় আমায় অযাচিত বেদনা!

একি
হলো আমার
যেনো ভিসুভিয়াস জ্বলছে
অন্দরে বুদবুদ উঠছে লাভার,
কিসের আশায় জ্বলছি নিখিল অন্তরে?
কিসের এতো জ্বালা, অনলের নাকি ভালোবাসার?

ওগো
বলো না
কেন এতো জ্বালা
কেন এই নিষ্ঠুর যাতনা?
কোমল এই হৃদাকাশ ভেঙে ভেঙে;
জমে জমে পাথর গড়িয়ে বইছে ঝরনা!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন