যাবে তুমি আপন আলয়ে

এ কে দাস মৃদুল এ কে দাস মৃদুল

যাবে
ঝাউবন পেরিয়ে
তপ্ত বালিরাশি মাড়িয়ে
নোনা জলে দেহ ভাসিয়ে,
জলকেলি খেলবো দুজন মরাল হয়ে;
যাবে তুমি ফেনিল ঢেউয়ের অর্ণব বলয়ে?

যাবে
ঝরনা পেরিয়ে
মৃত্তিকার সিঁড়ি বেয়ে
পাহাড়ের চূড়ায় দুহাত ছড়িয়ে,
মেঘের ভেলায় ভাসবো বিহঙ্গ হয়ে;
যাবে তুমি নীলগিরির শুভ্র মেঘের নিলয়ে?

যাবে
ধানক্ষেত পেরিয়ে
আলের ঘাস মাড়িয়ে
কৃষির ফলনে গোলা ভরিয়ে,
নবান্নের উল্লাস করবো কৃষাণ হয়ে;
যাবে তুমি সবুজে অঙ্কিত বর্ণালি গাঁয়ে?

যাবে
অস্থিরতা বিলিয়ে
পাঁজরে পাঁজর ছুঁয়ে
প্রণয়ের নিবিড় আলিঙ্গনে জড়িয়ে,
উষ্ণতার চাদরে জড়াবো আদিম হয়ে;
যাবে তুমি অনন্ত সুখেরই আপন আলয়ে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন