রক্তিম শূন্যতা
এ কে দাস মৃদুল
আপন ঘরে বসত গড়ে শূন্যে বসবাস,
স্বপ্নগুলো ধুঁকে মরে, এ কোন্ দীর্ঘশ্বাস;
জলের ভেতর আগুন জ্বেলে মিথ্যে অভিলাষ,
তুমি একি করলে আমার, এ কোন্ সর্বনাশ।
হৃদয় কাঁপে গভীর তাপে উষ্ণ প্রতিবাদ,
নয়ন তারা ডুকরে কাঁদে, এ কোন্ অবসাদ;
নিঝুম রাতে বুকের মাঝে শিশুর আর্তনাদ,
তুমি একি করলে আমার, এ কোন্ মৃত্যুফাঁদ।
আকাশ রাঙ্গে প্রণয় সাজে শূন্য অভিসার,
দুর্গম পথে রক্ত ঝরে, এ কোন্ অনাচার;
বজ্রাঘাতে আঁধার নামে নেইতো প্রতিকার,
তুমি একি করলে আমার, এ কোন্ অবিচার।
প্রদীপ জ্বেলে তরুণ মনে নষ্ট পরিতাপ,
রাঙ্গা হাতে হৃদয় নাচে, এ কোন্ রক্তচাপ;
শ্রাবণ ধারায় অশ্রু নামে নেইতো পরিমাপ,
তুমি একি করলে আমার, এ কোন্ অভিশাপ।
আঁধার নামে মরণ ডাকে জীর্ণ অধিবাস,
পূর্ণ হৃদয় শুন্য হলো, এ কোন্ জলোচ্ছাস;
ভালোবাসার রক্তিম নেশায় শুধুই অবিশ্বাস,
তুমি একি করলে আমার, এ কোন্ গুপ্তফাঁস।
স্বপ্নতরী সাজিয়ে মনে অচিন পরবাস,
অনুরাগে রিক্ত নেশা, এ কোন্ পরিহাস;
মিললো শেষে কষ্ট মাখা নষ্ট বারোমাস,
তুমি একি করলে আমার, এ কোন্ সর্বনাশ।
স্বপ্নগুলো ধুঁকে মরে, এ কোন্ দীর্ঘশ্বাস;
জলের ভেতর আগুন জ্বেলে মিথ্যে অভিলাষ,
তুমি একি করলে আমার, এ কোন্ সর্বনাশ।
হৃদয় কাঁপে গভীর তাপে উষ্ণ প্রতিবাদ,
নয়ন তারা ডুকরে কাঁদে, এ কোন্ অবসাদ;
নিঝুম রাতে বুকের মাঝে শিশুর আর্তনাদ,
তুমি একি করলে আমার, এ কোন্ মৃত্যুফাঁদ।
আকাশ রাঙ্গে প্রণয় সাজে শূন্য অভিসার,
দুর্গম পথে রক্ত ঝরে, এ কোন্ অনাচার;
বজ্রাঘাতে আঁধার নামে নেইতো প্রতিকার,
তুমি একি করলে আমার, এ কোন্ অবিচার।
প্রদীপ জ্বেলে তরুণ মনে নষ্ট পরিতাপ,
রাঙ্গা হাতে হৃদয় নাচে, এ কোন্ রক্তচাপ;
শ্রাবণ ধারায় অশ্রু নামে নেইতো পরিমাপ,
তুমি একি করলে আমার, এ কোন্ অভিশাপ।
আঁধার নামে মরণ ডাকে জীর্ণ অধিবাস,
পূর্ণ হৃদয় শুন্য হলো, এ কোন্ জলোচ্ছাস;
ভালোবাসার রক্তিম নেশায় শুধুই অবিশ্বাস,
তুমি একি করলে আমার, এ কোন্ গুপ্তফাঁস।
স্বপ্নতরী সাজিয়ে মনে অচিন পরবাস,
অনুরাগে রিক্ত নেশা, এ কোন্ পরিহাস;
মিললো শেষে কষ্ট মাখা নষ্ট বারোমাস,
তুমি একি করলে আমার, এ কোন্ সর্বনাশ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন