এ কে দাস মৃদুল

কবিতা - তুমি কাছে থাকলে

লেখক: এ কে দাস মৃদুল

আরেকটু
থাকো কাছে
ঐ দেখো গোধূলি
লালিমার রক্তিম রঙে সেজেছে,
মুক্ত বিহঙ্গরা উল্লাসে নীড়ে ফিরছে;
এমনই লগনে আরেকটু থাকো না কাছে।

তুমি
কাছে থাকলে
হৃদয়ের সবুজ অরণ্যে
প্রভাতের শীতল শিশির ঝরে,
উদ্যানে ফুটে অজস্র রঞ্জিত ফুল;
আলোকিত হয় নীলিমা নীল নীলাম্বরী সাজে।

তুমি
কাছে থাকলে
বিগত নষ্টচেতন কষ্ট
সবই ভুলে যাই অক্লেশে,
অন্দরে আমার শঙ্খের ধ্বনি বাজে;
আমি বিহ্বল হই তোমারই উষ্ণ পরশে।

আরেকটু
থাকো কাছে
শহরের বুকে এখনই
জ্যোৎস্না ছড়িয়ে সন্ধ্যা নামবে,
অঙ্গুলির আলিঙ্গনে হাঁটবো দুজন কাশবনে;
তারপর দুজন ফিরে যাবো যান্ত্রিক কোলাহলে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন