তুমি কি চাও
এ কে দাস মৃদুল
মেঘ চায় বৃষ্টি,
অলি চায় ফুল,
মৃত্যু চায় অন্ধকার,
চাঁদ চায় আরো আলো,
প্রেমিক চায় প্রেমিকা,
হৃদয় চায় ভালোবাসা,
তুমি চাও...
তুমি কি চাও?
এই প্রাণটা,
এসো তাই দেবো!
অলি চায় ফুল,
মৃত্যু চায় অন্ধকার,
চাঁদ চায় আরো আলো,
প্রেমিক চায় প্রেমিকা,
হৃদয় চায় ভালোবাসা,
তুমি চাও...
তুমি কি চাও?
এই প্রাণটা,
এসো তাই দেবো!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন