ছড়া কবিতা
আল-আমিন রানা
*===========*
ঘুম পাড়ানি রাতের তারা,
ডাকে তোমায় দূর সাগরা।
চাঁদের কোলে ঝিমিয়ে পড়,
স্বপ্নে খুঁজে রঙিন ভোর।
নিদ্রার দেশে সুখের ফুল
দুঃখ হবে রাতের ভুল।
বন্ধু প্রিয় ঘুমাও আজ,
মিষ্টি হোক স্বপ্ন সাজ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন