আতাউর রাহমান

কবিতা - নীরব বিদায়

আতাউর রাহমান

আজ তুমি আমাকে না জানিয়ে বিদায় নিলে ?
চোখে রেখে গেলে এক সমুদ্র নীরবতা,
আজ মনে হয় আকাশটাও কাঁদছিলো,
তবুও কেউ বুঝলো না আমার হাহাকারটা।
শব্দেরা ও মুখ ফিরিয়ে নিলো আজ
অক্ষরগুলোও করলো কঠিন বিদ্রোহ,
তোমার চলে যাওয়ার পদধ্বনি,
নিভৃতে বাজলো আমার হৃদয় কোণে।
আমি অপেক্ষা করিনি,
কারণ অপেক্ষা করাও ছিলো নিষেধ তোমার,
তবুও প্রতিটি সন্ধ্যায় চুপিচুপি,
তোমার নামে প্রদীপ জ্বালাবো এই অন্তরে।
তোমার মিষ্টি কথা, আর হাসি
সব কিছু আজ নিরব সাক্ষী।
আমার একাকীত্বের বিবর্ণ পাতায়,
যেখানে তুমি বিদায় নিলে, তবু রয়ে গেছো।
নীরবতাই আজ আমার ভাষা,
বিরহই যেন আমার পরিচয়,
তোমার সেই চুপচাপ চলে যাওয়া,
আমার জীবনে বয়ে যাওয়া, এক ঝড়ো হাওয়া ।

৪৬
মন্তব্য করতে ক্লিক করুন