ঈগল থাকবে ইতিহাস থাকবে না ১
আল মাহমুদ
ভাবো, ইতিহাসের গতি রূদ্ধ। মানুষের আর কোনো ইতিহাস থাকবে না।
ফেরাউন থাকবে কিন্তু মুসা থাকবেন না। পুঁজি থাকবে, সাম্রাজ্যবাদী
বিশ্ববিচরণশীল লুণ্ঠন থাকবে কিন্তু না বলার মত দেশ থাকবে না। আফগানিস্তান
বা ফিলিস্তিন কেউ না। কেবল মহাকালব্যাপী ঈগল খচিত বোমারু বিমানগুলো
উড়বে কিন্তু মাটি, পাহাড় বা সাগর থাকবে না। পৃথিবী বা মানচিত্র থাকবে না।
ধর্ম থাকতে চান থাকুন কিন্তু কোনো মিনার থেকে আজান হবে না। গীর্জাগুলো
তো আগেই নিলামে বিক্রি হয়ে গেছে। এখন না ঘণ্টাধ্বনি না আজান । প্রতিবাদ
বা প্রতিরোধ থাকলে বোমা হামলাও থাকবে । কারণ ইতিহাসের আর প্রয়োজন
নেই। ইতিহাস থাকবে না।
রাজরাজড়াদের দিগ্বিজয়ের কেচ্ছা না হয় থাকলো না, কিন্তু প্রেম ? প্রেমেরও
কি কোনো ইতিহাস কোথাও কেউ গাঁথাচ্ছলে গেয়ে উঠবে না ? যেমন বন্দীরা
প্রার্থনা সংগীত গেয়ে ওঠে প্রতিটি শতাব্দীর অস্তিম প্রান্তে দাঁড়িয়ে। এত
বোমাবর্ষণের মধ্যেও কবিরা কেন শুনতে পায় মুক্তির জন্য আদম সন্তানদের
আহাজারি । মানুষের ভালোবাসার গান বিধ্বস্ত পৃথিবীর কন্দরে দূর্বাঘাসের মতো
ছোপ ছোপ সবুজের মায়া বিছিয়ে পড়ে থাকবে কিন্তু মানুষের কোনো দয়িতা
থাকবে না।
ফেরাউন থাকবে কিন্তু মুসা থাকবেন না। পুঁজি থাকবে, সাম্রাজ্যবাদী
বিশ্ববিচরণশীল লুণ্ঠন থাকবে কিন্তু না বলার মত দেশ থাকবে না। আফগানিস্তান
বা ফিলিস্তিন কেউ না। কেবল মহাকালব্যাপী ঈগল খচিত বোমারু বিমানগুলো
উড়বে কিন্তু মাটি, পাহাড় বা সাগর থাকবে না। পৃথিবী বা মানচিত্র থাকবে না।
ধর্ম থাকতে চান থাকুন কিন্তু কোনো মিনার থেকে আজান হবে না। গীর্জাগুলো
তো আগেই নিলামে বিক্রি হয়ে গেছে। এখন না ঘণ্টাধ্বনি না আজান । প্রতিবাদ
বা প্রতিরোধ থাকলে বোমা হামলাও থাকবে । কারণ ইতিহাসের আর প্রয়োজন
নেই। ইতিহাস থাকবে না।
রাজরাজড়াদের দিগ্বিজয়ের কেচ্ছা না হয় থাকলো না, কিন্তু প্রেম ? প্রেমেরও
কি কোনো ইতিহাস কোথাও কেউ গাঁথাচ্ছলে গেয়ে উঠবে না ? যেমন বন্দীরা
প্রার্থনা সংগীত গেয়ে ওঠে প্রতিটি শতাব্দীর অস্তিম প্রান্তে দাঁড়িয়ে। এত
বোমাবর্ষণের মধ্যেও কবিরা কেন শুনতে পায় মুক্তির জন্য আদম সন্তানদের
আহাজারি । মানুষের ভালোবাসার গান বিধ্বস্ত পৃথিবীর কন্দরে দূর্বাঘাসের মতো
ছোপ ছোপ সবুজের মায়া বিছিয়ে পড়ে থাকবে কিন্তু মানুষের কোনো দয়িতা
থাকবে না।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৪০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন