প্রিয় গিয়াছে শুকায়ে ফুল
বসেছিনু লয়ে তব পথ চাহি ,
হৃদয়ের ফুল শুকাইলনা তবু
আজো চেয়ে রয় আশা নীর বাহি।
যে ফুল একবার ফোটে
মনের চাওয়া মুকুল হতে
ভুলিয়া গেলেও ঝরেনা কভু
যায়না মূর্চ্ছা সময়ের স্রোতে ,
রয়ে যায় মনের গহনে
আবেশ তারি জনমে জনমে
বাসনার আশা নীর বাহি
জনমে মরণে বিনাশ নাহি।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন