বৃষ্টির পরে, খেয়াল করে দেখবেন, গাছেদের একটু বেশিই সবুজ মনে হয়। মনে হয়, যেন হঠাৎ করেই ওরা ফিরে পেয়েছে যৌবন। আসলে বৃষ্টির সঙ্গে গাছেদের সম্পর্কই অদ্ভুত। বিজ্ঞান জানে না যে গাছেদের হৃদয়ে যখন জমা হতে থাকে কষ্ট, যখন জমা হতে হতে একসময়ে তৈরি হয় কষ্টের পাহাড়, তখনই বৃষ্টি হয়। বৃষ্টি এসে ধুয়ে দেয় গাছেদের কষ্ট। তারপর গাছেদের কষ্ট ভেসে চলে। ছোটো নালা-বড় নালা-ছোটো নদী – বড়ো নদী হয়ে চলে যায় একেবারে সেই সেই গভীর, গভীরতর সমুদ্রে। প্রতিবার বৃষ্টির পর তাই গাছেরা একটু সবুজ হয়ে ওঠে, আর যুগ যুগ ধরে গাছেদের কষ্ট ধারণ করে সমুদ্র হয়ে ওঠে নীল।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন