তোমার ভেতরে কোনও কোনওদিন ভেসে উঠত
একটা টলটলে পুকুর
আর ছলছল করে উঠত আমাদের আঁখি।
তোমার ভেতরে কোনও কোনওদিন
টগবগ টগবগ করে ছুটে যেত একটা ঘোড়া
আর তরুণ শীতের হাওয়া লেগে
শিরশির করে উঠত আমাদের মন।
তোমার ভেতরে এক একদিন শোনা যেত
গির্জার ঘন্টাধ্বনি
আর নীরব প্রার্থনায় কেটে যেত আমাদের সারাদিন।
তোমারই ইশারায় হঠাৎ কোনও একদিন
এমনকী আইবুড়ো ছোটপিসির কাঁধেও
এসে বসত একটা প্রজাপতি।
অভ্র আর ইমোজিতে মত্ত
ওগো ডেনিম জিনস আর কেএফসি
তোমরা বুঝতেই পারবে না
আমাদের জন্য ঠিক কী ছিল হাতের লেখা, ছিল কতখানি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন