কোটার সুযোগ…
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
আমার দেশের ভবিষ্যৎ আজ
অন্ধকারের পথে,
মুক্ত যদি না-ই হবে এই
কোটার শিকল হতে।
কোটায় কেন চাকরি হবে?
দাদার পরেই নাতি!
বিশ্ব মাঝাে আমরা বুঝি,
নির্বোধ এক জাতি !
দাদা-শ্বশুর মুক্তি কামি
নাতিন জামাই রাজা,
কোটায় পাওয়া দুর্নীতিবাজ,
তাইতো না পায় সাজা।
কোটার সুযোগ পেতেই পারে,
মুক্তিযোদ্ধা হলে।
কিন্তু, কোটা সাত পুরুষের,
কোন ক্ষমতার বলে?
মেধাবী-মুখ কাঁদছে পথে
কোটায় চাকরি হয়,
“শিক্ষা জাতির মেরুদন্ড ”
কোটা-ই কেন নয়?
মন্ত্রীরা সব আস্থা বলদ
মাথা-মোটার দলে,
কেউ জানেনা কখন ওঁরা
কোথায় কী যে বলে।
কোটায় যখন রাষ্ট্র চলে,
বলবে না ক্যান কবি?
স্বাধীনতার সংগ্রামীরা-ও
চয়নি এমন ছবি।
কোটায় যখন সব গোঁজামিল
বিপত্তিটাও বেশ।
স্বাধীন দেশে কোটার প্রথা,
হতেই হবে শেষ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন