অনন্তের পথে হাঁটতে হাঁটতে একদিন তোমার সঙ্গে দেখা হবে
এইমাত্র আশা নিয়ে পথ চলি।
সহপথিকদের মুখের দিকে তাকাই
বোঝার চেষ্টা করি পরীক্ষার শেষ কোথায়।
প্রত্যেক মুখেই ঈশ্বর প্রত্যক্ষ করি
প্রত্যেক মুখেই শয়তান।
ধ্বংসের ভিতর থেকে জেগে উঠে
ধ্বংসের ভিতরেই বিলীয়মান হয়ে যাই রোজ।
অজস্র কথার পাশে
অজস্র ভঙ্গিমার পাশে
আমার নিবেদনটুকু সমর্পণ করে যেতে চাই।
অনন্তের পথে হাঁটতে হাঁটতে তোমাকেই বন্দনা করি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন