অরণি বসু

কবিতা - সব হিসেবের বাইরে

অরণি বসু

অন্ধকার মুহূর্তগুলি আমি টুকে রাখি সন্তর্পণে,
টুকে রাখি যাবতীয় আরোহণ ও অবরোহণ।
একদিন সব খিল খুলে ফেলে
এইসব হিসেবের খাতা নিয়ে তোমার মুখোমুখি হব।
চোখের জল আর রক্তের কোনো ভার নেই আর
একথা তুমিও জানো। তবুও রক্তচক্ষু, তবুও সন্ত্রাস।

ভাঙা দিন, ভাঙা স্বপ্ন, মুখোশ আর স্যানিটাইজার পেরিয়ে
একদিন আবার দেখা হবে আমাদের —
সেদিন আমরা নিশ্চয় সব হিসেবের বাইরে গিয়ে দাঁড়াতে পারব।

২২
মন্তব্য করতে ক্লিক করুন