মোঃ আশিক মিয়া

কবিতা - হারানো বিজ্ঞপ্তি

লেখক: মোঃ আশিক মিয়া

পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি ছাপিয়েছি,
নিজেকে খুজে পাচ্ছি না অনেকদিন হলো,
বিভিন্ন জায়গায় প্রচন্ড তালাশ করছি
কোথাও খুঁজে পাচ্ছি না।
নিজেকে অনবরত খুজে চলছি চেনা স্থানগুলোতে।
চেনা স্থানগুলোও কেন জানি অচেনা মনে হচ্ছে,
সত্যি কি অচেনা হয়ে গেছে?
নাকি প্রিয় মানুষের পায়ের স্পর্শে তার মতোই নিজেকে পৃথক করে নিয়েছে স্থানগুলো?
মানুষ কাউকে চিনতে যে সময় নেয়,
তার চেয়ে অতি কম সময় নেয় নিজেকে পৃথক করে নিতে।
তুমিও কি তাই?
ও মনেই ছিলো না তুমিও তো মানুষ।
বরং আদর্শ মানুষ।
আদর্শ মানুষগণের আবেগ অতি তুচ্ছ,
তারা সামান্য সাফল্য কিংবা স্বার্থের জন্য আবেগ বিক্রি করে অতি স্বল্প মূল্যে স্বল্প সময়ে।
কাউকে স্মৃতিতে সংরক্ষণ এবং মুছে ফেলার মাঝে বিস্তর তফাৎ আছে,
যান্ত্রিক ডিভাইসে যেমন খুব সহজেই সংরক্ষণ কিংবা মুছে ফেলা যায়-
ঠিক তেমনি আবেগহীন মানুষদের স্মৃতি অত্যন্ত ভঙ্গুর।
তারা দ্রুতই সংরক্ষণ ও মুছে ফেলার ক্ষমতা রাখে।।।
তারা নিজেদের বিজয়ী ঘোষণা করে নিজেদের স্মৃতির বিসর্জন দিয়ে,
তুমিও কি বিজয়ী? তুমিও তো তাদের দলে।
আদর্শ মানুষগণ দূঃখকে আলিঙ্গন করতে বড্ড ভয় পায়,
তারা সুখকে আপন করতে পৃথিবীর অসাধ্য সাধন করার চেষ্টায় অনবরত মশগুল থাকে।
সুখের সংজ্ঞা আসলে কি?
ক্ষুদার্থ দার্শনিক বললেন-“সুখ হলো একটি জটিল আবেগ”।
তাহলে আবেগহীন মানুষ কি আদৌও সুখী হয়?
নাকি সুখের সন্ধানে অন্যের সুখ নষ্ট করে নিজেদের দাঁড় করে ধ্বংসস্তূপ এ?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩১৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. খুব সুন্দর,ভালোবাসার অভিরাম স্যার❤️

    1. ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন