বুকপকেটের পাখি
নেশান্তপ্রতীক আশরাফ
আগে ফুল থাকতো,
রঙিন কাগজের চিঠি থাকতো।
ছোট্ট একটা হৃদয়,
তাতে ভরতি ছিল ভালোবাসা।
হাসি ছিল সাদা,
অভিমানে কাঁপতো আকাশ।
পড়ন্ত বিকেলে কারো অপেক্ষায়
দেখা মিলত নীল জামার ছায়া।
তারপর বহুদিন হয়—
বুকপকেটে একটা উড়ন্ত পাঁখি পুষি।
যার ডানায় শুধুই নীরবতা,
ফিরে যাওয়ার দুঃখ লিখে রাখে প্রতিদিন।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন