যাকে সহজে পাওয়া যায়
— নেশান্তপ্রতীক আশরাফ
যাকে সহজে পাওয়া যায়,
তাকেই আমরা কম ভালোবাসি।
কারণ পাশে থাকে বলে,
তার মায়া কম বুঝি।
যখন দূরে চলে যায়,
তখন তার কদর জানি।
তাই মন মনে ভাবি,
আগে কেন বুঝিনি আমি।
যাকে সহজে পাওয়া যায়,
তার মূল্য বুঝতে শিখো।
আজই ভালোবাসা দাও,
কাল হতে পারে দেরি হয়ে যায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন