সোনালি শৈশব
নেশান্তপ্রতীক আশরাফ
মনে আছে দোস্ত, ভোরের সে দিন,
কোরআন হাতে চলতাম বিন্দাস তিন।
বৃষ্টির ভেজায় কাঁপত মনটা,
তবু খেলতাম হেসে, ভিজে যেত গা-টা।
রাস্তার ধুলোয় পয়সা পেলে,
মনে হতো আকাশ ছুঁয়েছি মেলে।
কোথায় গেল সে সোনালি কাল,
হারিয়ে গেছি শহরের জাল।
খেলার মাঠ ডাকে আজও,
ফিরতে পারি না কোনো সাজও।
শৈশব শুধু স্বপ্নের মতো—
রয়ে গেছে মনে, ছবির ফ্রেমে ততো।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন