ধর্ষণ
মোছাঃ আয়েশা সিদ্দিকী
ছোট্ট একটি কন্যা সন্তান,
বয়স মাত্র সাত।
ধ্বংস করল তার জীবন
ধর্ষকের নোংরা কালো হাত।
দুই- চার বছরের শিশু শুধু নয় ,
ধর্ষনের শিকার আরো,
স্কুল-কলেজের তরুণী , গৃহবধূ,
ধর্ষকের সঠিক বিচার হয়না ,
ধর্ষনের মামলার তারিখ,
পিছিয়ে যায় শুধু।
কী দোষ ছিল অবুঝ শিশুর?
এই নোংরা দুনিয়ার
বুঝতনা কিছু,
তবুও শিশুরা ধর্ষনের শিকার,
দস্যু- হায়নাদের কে দিল
নারীর জীবন নষ্ট করার অধিকার।
ঘরে কি তার মা - বোন নেই,
যদি হয় কখনও মেয়ে ,
মেয়েকে কেউ ধর্ষন করলে
হায়রে পাপী চোখের সামনে
মেয়ের এই অসহায়তা ,
দেখবি কী চেয়ে চেয়ে?
ধর্ষনের শাস্তি চাই ,
কঠোর থেকে কঠোরতর,
এক বিচারেই রায় হবে ,
ধর্ষকের জন্য শাস্তি হবে কার্যকর।
বয়স মাত্র সাত।
ধ্বংস করল তার জীবন
ধর্ষকের নোংরা কালো হাত।
দুই- চার বছরের শিশু শুধু নয় ,
ধর্ষনের শিকার আরো,
স্কুল-কলেজের তরুণী , গৃহবধূ,
ধর্ষকের সঠিক বিচার হয়না ,
ধর্ষনের মামলার তারিখ,
পিছিয়ে যায় শুধু।
কী দোষ ছিল অবুঝ শিশুর?
এই নোংরা দুনিয়ার
বুঝতনা কিছু,
তবুও শিশুরা ধর্ষনের শিকার,
দস্যু- হায়নাদের কে দিল
নারীর জীবন নষ্ট করার অধিকার।
ঘরে কি তার মা - বোন নেই,
যদি হয় কখনও মেয়ে ,
মেয়েকে কেউ ধর্ষন করলে
হায়রে পাপী চোখের সামনে
মেয়ের এই অসহায়তা ,
দেখবি কী চেয়ে চেয়ে?
ধর্ষনের শাস্তি চাই ,
কঠোর থেকে কঠোরতর,
এক বিচারেই রায় হবে ,
ধর্ষকের জন্য শাস্তি হবে কার্যকর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন