দ্রব্যমূল্য বৃদ্ধি
মোছাঃ আয়েশা সিদ্দিকী
পিঁয়াজ গেল, সয়াবিন গেল
দুশো টাকা কেজি,
দিনে দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে;
কেমন একটা দালালি কারসাজি।
দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে,
আকাশ ছোঁয়ার মত,
বেতনটা বছর পেরোলে
হয়তো বাড়বে কয়েকশত।
দিনমজুরের বেহাল দশা,
করতে গেলে নিত্য দিনের বাজার ;
এক- দুশোতে যায়না কেনা ,
টাকা গুনতে হয়, হাজার ।
রমজান আসছে তারপরেও
কমছেনা নিত্যপন্যের দাম,
সাধারণ মানুষের ভালো থাকা,
যেমন ভাদ্র মাসের আম ।
দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে,
সরকার আর সিন্ডিকেটের দায়;
সাধারণ মানুষের মাথায় হাত,
করে হায় হায়।
কমানো হোক দ্রব্যমূল্য,
বাড়বে ঠিকই আয়;
সাধারণ মানুষ থাকলে সুখী,
বাংলাদেশ সরকার ভাসবে প্রশংসায়।
দুশো টাকা কেজি,
দিনে দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে;
কেমন একটা দালালি কারসাজি।
দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে,
আকাশ ছোঁয়ার মত,
বেতনটা বছর পেরোলে
হয়তো বাড়বে কয়েকশত।
দিনমজুরের বেহাল দশা,
করতে গেলে নিত্য দিনের বাজার ;
এক- দুশোতে যায়না কেনা ,
টাকা গুনতে হয়, হাজার ।
রমজান আসছে তারপরেও
কমছেনা নিত্যপন্যের দাম,
সাধারণ মানুষের ভালো থাকা,
যেমন ভাদ্র মাসের আম ।
দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে,
সরকার আর সিন্ডিকেটের দায়;
সাধারণ মানুষের মাথায় হাত,
করে হায় হায়।
কমানো হোক দ্রব্যমূল্য,
বাড়বে ঠিকই আয়;
সাধারণ মানুষ থাকলে সুখী,
বাংলাদেশ সরকার ভাসবে প্রশংসায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৬৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন