কলুষিত সমাজ
মোছাঃ আয়েশা সিদ্দিকী
কলুষিত সমাজ
মোছাঃ আয়েশা সিদ্দিকী
আছে কিছু পুরুষ মানুষ,
হায়না-হেনার মত,
নষ্ট করছে নারীর জীবন,
কাপুরুষের মতো।
সম্ভ্রম হারিয়ে নারী ,
মুখ লুকিয়ে কাঁদছে দেখ কত্ত!
দোষ তো নারীর নঢয় ,
দোষী নষ্ট পুরুষ জাতি;
তবে কেন ভুগে নারী,
পার পেয়ে যায় পুরুষ
করার পরেও এত্ত বড় ক্ষতি।
শত শত নারীর সাথে ,
ঘটছে এমন রোজ,
নষ্ট বলেন নারীকে সমাজ;
তার এই বিষাদ যন্ত্রণার!
রাখে না কেউ খোঁজ।
স্টেশনের পাগলিটাও,
নষ্ট পুরুষের লোলুপ দৃষ্টির শিকার,
কোলে তার দুইটি শিশু;
কে নেবে দায়ভার?
ধর্ষনের কবল থেকে,
রক্ষা পায়নি অবুঝ শিশু;
মর্গের ভিতর এমন কাণ্ড,
সাজা কি কবু পাবে?
এমন হিংস্র নরপশু
কঠোর থেকে কঠোর সাজা,
দিলে তাদের আজ;
তবে ধর্ষণ থেকে মুক্তি পাবে
কলুষিত সমাজ।
মোছাঃ আয়েশা সিদ্দিকী
আছে কিছু পুরুষ মানুষ,
হায়না-হেনার মত,
নষ্ট করছে নারীর জীবন,
কাপুরুষের মতো।
সম্ভ্রম হারিয়ে নারী ,
মুখ লুকিয়ে কাঁদছে দেখ কত্ত!
দোষ তো নারীর নঢয় ,
দোষী নষ্ট পুরুষ জাতি;
তবে কেন ভুগে নারী,
পার পেয়ে যায় পুরুষ
করার পরেও এত্ত বড় ক্ষতি।
শত শত নারীর সাথে ,
ঘটছে এমন রোজ,
নষ্ট বলেন নারীকে সমাজ;
তার এই বিষাদ যন্ত্রণার!
রাখে না কেউ খোঁজ।
স্টেশনের পাগলিটাও,
নষ্ট পুরুষের লোলুপ দৃষ্টির শিকার,
কোলে তার দুইটি শিশু;
কে নেবে দায়ভার?
ধর্ষনের কবল থেকে,
রক্ষা পায়নি অবুঝ শিশু;
মর্গের ভিতর এমন কাণ্ড,
সাজা কি কবু পাবে?
এমন হিংস্র নরপশু
কঠোর থেকে কঠোর সাজা,
দিলে তাদের আজ;
তবে ধর্ষণ থেকে মুক্তি পাবে
কলুষিত সমাজ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন