অর্ধনারীর অত্যাচারে
ঢাকায় এসে আছি বিপদে ,
ভোর না হতেই তাদের দেখা,
চাল না নিয়ে কভুও,
যাবেনা খালি হাতে ।
মাসের পয়লা দিনে –
আসবে দলবল নিয়ে;
অল্প দিলে নিবেনা
দিতে হবে গামলা ভরে ।
এক তারিখে হয়কি বেতন ?
গামলা ভরব কী দিয়ে ?
কোনো অনুষ্ঠানের আবাস পেলে ,
আসবে তারা দল বেঁধে,
সন্তান হলে বিরাট জ্বালা ,
ঘেরাও করবে ঘর – বাড়ি
পার পাবেনা হাজার টাকা সেধে।
গরিবেরা কেমন করে ,
দেবে হাজার হাজার,
বসে বসে খেলে ,
নিঃশেষ হবে অঢেল ধনও রাজার ।
সরকার যখন দিচ্ছে ভাতা ,
মিটাচ্ছে প্রয়োজন ;
তবুও কেন অর্ধনারী –
দুয়ারে দুয়ারে গিয়ে করো
ভিক্ষুকের মতো আচরণ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন