শ্রেষ্ঠ বাবা

মোছাঃ আয়েশা সিদ্দিকী মোছাঃ আয়েশা সিদ্দিকী

বলি শোন শ্রেষ্ঠ বাবার শান;
সবার হৃদয়ে তার বাবা ,
মানুষ্য ধর্মে শ্রেষ্ঠ আর মহীয়ান।
শোনো শ্রেষ্ঠ বাবার বচন
নামায পড়, রোজা রাখ
লেখাপড়ায় দাও মন;
সবাইকে যে ভালোবাসে
সেই তো সুজন।
হাসিমুখে মেনে চলবে
গুরুজনের কথা,
অভাবী- দঃখীর মনে ,
দিওনা কভু ব্যথা ।
পৃথিবীর বুকে মানুষ যত,
জাতি - বর্ণ নির্বিশেষে সবাই সমান ;
জীবনের ধর্ম -
সাধিবে সকলের কল্যাণ।
বাবা বলেন মাগো ,
হাঁটবে সে পথ ধরে ;
যে পথে চলে সবাই ,
অমর সবার হৃদয় জুড়ে।
মোরা তো অজ্ঞ
পাইনি জ্ঞানের দ্বার
জীবনটা এখন বিভীষিকাময়,
হৃদয়ে অপূর্ণতার হাহাকার।
ইচ্ছা তুমি
মানুষের মত মানুষ হবে ,
পূরন করবে কী সাদ?
তোমার প্রতিষ্ঠা দিয়ে ,
দূর করে দিও আমার অবসাদ।।
কথা দিলাম রাখব বাবা ,
তোমার কথার মান ;
জগত জুড়ে শ্রেষ্ঠ বাবার
পাবে তুমি সম্মান।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন