ফের হয়েছে একই কাণ্ড — এ নতুন কিছু নয়।
দিনের পর দিন হতেই থাকবে, আরো বাড়বে দেশময়।
এখানে হয়েছে, ওখানে হবে, থামবে না এর গতি।
যদি না হয় ধর্ষকদের করুণ পরিণতি।
ধর্ষকের জন্য এই দেশেতে নেই তো সঠিক সাজা।
জেলের থেকে বের হয়ে যে করবে আবার মজা।
দেশের সরকার সবাই চুপচাপ, কিছুই করে না তারা।
লোক দেখানো দুঃখপ্রকাশ, প্রেস কনফারেন্স ছাড়া।
এতে কি আর মানুষ ফেরে? জীবিত হয় লাশ?
টাকাতে হয় ক্ষতিপূরণ, কোথায় করছি বাস?
যে দেশের জন্য ক্ষুদি পড়ল গলায় ফাঁসি,
শহীদেরা মৃত্যুকালে বলল — ‘ভালোবাসি’,
সেই দেশেরই রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে খটাশ, শেয়াল,
মুরগি ভেবে রক্ত খাবে,যখন হবে খেয়াল।
শহীদদেরই বলিদান কি বৃথাই যাবে তবে?
মা-মেয়েরা সত্যিকারের স্বাধীন হবে কবে?
ধর্ষকের জন্য এই দেশে কি আইন যায় না করা?
যে আইনে ধর্ষণ হলেই ধর্ষক যাবে মারা।
সত্যি যদি ধর্ষকের ওই জুটত গলায় ফাঁসি,
তবেই আমরা খুশি হতাম, হয়ে ভারতবাসী।
নোংরা চিন্তা করার আগে ভাবত হাজারবার।
জীবন নাকি মৃত্যু চায়? মূল্য বেশি কোন্ টার?
মা-মেয়েকে নিরাপদ করতে হলে ভাই,
এই দেশেতে ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই।
বোন-বউকে সুরক্ষিত করতে হলে ভাই,
ভারতবর্ষে ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই।
আমার দুর্গা তোমার দুর্গা যদি বাঁচাতে চাই,
ভারতেরই সংবিধানে মৃত্যুদণ্ড চাই।
২১

মন্তব্য করতে ক্লিক করুন