সকাল দশটা হবে হয়তো এখন ।
আজ রোদ্দুর নেই ।
বর্ষার হাওয়া শর্তহীন শুধু উড়ে বেড়াচ্ছে ।
জীবনের ভুলত্রুটিগুলো নিয়ে
আমি মাথা ঘামাতে চাইছি না আর ।
কে যেন বলছিল কাল সন্ধ্যাবেলা
‘প্রেমের কবিতা লিখুন ।’ আজ
ডুমুর গাছের কাছে ফিরে এসে আমি দেখছি
পাতাগুলো আরো সবুজ হয়ে আমার কাছে
আসছে, মনে হচ্ছে
যেন-বা স্বপ্ন ওরা সব; যেন-বা
সকালবেলার দুপুরবেলার
সন্ধেবেলার রাত্রিবেলার কবিতা
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৫১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন