আজ সকালে
বোরহানুল ইসলাম লিটন
আজ সকালে উঠেই দেখি
পাল্লা দোরের খুলে,
দল বেঁধে সব কুহেলিরা
উড়ছে হেলে দুলে।
গাছের ডালে ডাকছে শালিক
উর্দ্ধে তুলে আঁখি,
শিরশিরে বাও সতেজ পাতে
যাচ্ছে চুমু রাখি।
ওমের লোভে ভাবছে কুকুর
ঘাপটি মেরে বসে,
ফিঙে ও কাক ঘরের চালে
রাগছে বিরাগ খসে।
সূর্যটা নেই আগের মতোন
দিচ্ছে না রোদ হানা,
কাঁপছে দেখে ডাক ভুলে এক
ছোট্ট বিড়াল ছানা!
পাল্লা দোরের খুলে,
দল বেঁধে সব কুহেলিরা
উড়ছে হেলে দুলে।
গাছের ডালে ডাকছে শালিক
উর্দ্ধে তুলে আঁখি,
শিরশিরে বাও সতেজ পাতে
যাচ্ছে চুমু রাখি।
ওমের লোভে ভাবছে কুকুর
ঘাপটি মেরে বসে,
ফিঙে ও কাক ঘরের চালে
রাগছে বিরাগ খসে।
সূর্যটা নেই আগের মতোন
দিচ্ছে না রোদ হানা,
কাঁপছে দেখে ডাক ভুলে এক
ছোট্ট বিড়াল ছানা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন