আমিই পেলাম না শুধু!

বোরহানুল ইসলাম লিটন বোরহানুল ইসলাম লিটন

মৃত্তিকার সোঁদা গন্ধ অবয়বে মেখে
নরম হিমেল বায়ু
সানন্দে বেড়ায় আজ স্যাঁত স্যাঁতে দোরে,
নিয়মিত এসে ভোরে।

গৃহস্থের ভেজা চাল?
আলস্যেই কিনে নেয় শালিকের ঝাঁক
খলশের পিঠে মেলে হাঁটু জলে সোনালী সকাল।

গরুর নজরে পেয়ে সুফলা শাসন,
মুখরিত হয়ে উঠে বিহানেই মলনে ‍উঠোন।

অবাক নয়নে ভাবে দরদিয়া মেঘ
আহা! এ কি মনোরম আমনের ক্ষেত,
ফুরায় না তবু কেন বগিলার ভুখা অভিপ্রেত?

দিনমান পিঠা পুলি কতো আয়োজন,
হৃদয়ের কোণে বাড়ে ধড়ফড়ে আশা
অবলা বাড়ন্ত দেহী ঝিয়ারির ডজনে ডজন।

এমনই আবহ আসে ফের যায় চলে
কালের জঠরে এঁকে রেখা,
পঁচিশ বছর হলো পেলাম না শুধু
রয়েও ব্যাকুল হয়ে আমিই সে’ হেমন্তের দেখা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন