ভাবছো না তো!

বোরহানুল ইসলাম লিটন বোরহানুল ইসলাম লিটন

চলতে হবে আপন তেজে
এই কথাটি নয়কো ভুল,
তাই বলে কি মালিক বিনে
পুষ্পরা পায় বাগের কূল!

মানো যদি সত্য এ বাক
করছো কি সেই পথের কাজ,
যার দু’পাশে ফুটবে আলো
দেখলে পাবে আঁধার লাজ!

জন্ম থেকেই শ্বাসের মতোন
যম যে তোমার টানছে নাক,
বলগা ছেঁড়া ঘোড়ায় চড়ে
ভাবছো না তো ‘কই সে কাক!’
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন