ভালো আছো তুমি নুরী!
বোরহানুল ইসলাম লিটন
ভুখা চোখে রচে আস্থার বাণ চাঁন্দের দেশে ছুঁড়ি,
খুঁজবো না আমি আর মেঠো পথে পাখির স্বপ্নপুরী!
বৈকালে গড়ে থোকা থোকা ভেলা
করো বসে তুমি মেঘালয়ে খেলা
নাইবা ফিরলে সরষের ক্ষেতে উড়াতে সে’ রাঙা ঘুড়ি!
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
ধেনুটার ডাকে এ’ হৃদয় সঁপে কাঞ্চা বাঁশির সুরে,
দেখতে যাই না লহরির নাচ গেছো বলে তুমি দুরে!
কুড়ায়ে বকুল গুঁজে কুন্তলে
ওখানে কি ঘুরো হিজলের তলে?
ভেবো না বলবো মেলা থেকে ক’টা এনেছি কাঁচের চুড়ি!
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
দুষ্টু হাঁসের বাঁকা চোখে গড়া ছটফটে বাঁধা টুটি,
শ্যামলা সে’ ঢালে ফড়িঙের দল রাখে কতো খুনসুটি!
নিভৃতে যেচে গোধূলির আঁখি
ডুকরে দেখে তা’ পাঁজরের পাখি
তবুও কি পারি সুরালয়ে যেতে সেজে উত্তরসুরি!
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
যখনি বকেরা ঝিম ঝিম পাখে আঁকে নীলিমায় ছবি,
আমি কি গো পারি দেখতে খুশিতে অস্তাচলের রবি!
হঠাৎ একটু চোখে এল পানি
মৃদুলা বাতাস করে কানাকানি
তুমিও কি করো সন্ধ্যার আশে জোনাকিরে জোরাজুরি?
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
খুঁজবো না আমি আর মেঠো পথে পাখির স্বপ্নপুরী!
বৈকালে গড়ে থোকা থোকা ভেলা
করো বসে তুমি মেঘালয়ে খেলা
নাইবা ফিরলে সরষের ক্ষেতে উড়াতে সে’ রাঙা ঘুড়ি!
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
ধেনুটার ডাকে এ’ হৃদয় সঁপে কাঞ্চা বাঁশির সুরে,
দেখতে যাই না লহরির নাচ গেছো বলে তুমি দুরে!
কুড়ায়ে বকুল গুঁজে কুন্তলে
ওখানে কি ঘুরো হিজলের তলে?
ভেবো না বলবো মেলা থেকে ক’টা এনেছি কাঁচের চুড়ি!
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
দুষ্টু হাঁসের বাঁকা চোখে গড়া ছটফটে বাঁধা টুটি,
শ্যামলা সে’ ঢালে ফড়িঙের দল রাখে কতো খুনসুটি!
নিভৃতে যেচে গোধূলির আঁখি
ডুকরে দেখে তা’ পাঁজরের পাখি
তবুও কি পারি সুরালয়ে যেতে সেজে উত্তরসুরি!
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
যখনি বকেরা ঝিম ঝিম পাখে আঁকে নীলিমায় ছবি,
আমি কি গো পারি দেখতে খুশিতে অস্তাচলের রবি!
হঠাৎ একটু চোখে এল পানি
মৃদুলা বাতাস করে কানাকানি
তুমিও কি করো সন্ধ্যার আশে জোনাকিরে জোরাজুরি?
আমাকে ভাসায়ে দুঃখের স্রোতে ভালো আছো তুমি নুরী!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন