বোরহানুল ইসলাম লিটন

কবিতা - চেনা এক প্রণয়ের গান

লেখক: বোরহানুল ইসলাম লিটন

প্রাণটা মাঠের মতো – বরষার জল
সজীবতা এনে দেয়, এনে দেয় সবুজের সারি,
কখনো প্রখর খরা রসালো যা কেড়ে
মরুর আবেশে গড়ে অনাবাদী ভুখা আহাজারি।

এহেন সদরে বসে অনেকেরই মন
চাপড়া ঘাসের মতো দিনে দিনে হয়ে যায় ম্লান,
কাঙ্খিত ভোরের কোন শিশিরের আশে
তবুও বুকের কোণে আজীবন জাগে
হয়তো বাঁচার তরে চেনা এক প্রণয়ের গান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন