এ কি সময়!

বোরহানুল ইসলাম লিটন বোরহানুল ইসলাম লিটন

এ কি সময় ঘুরছে হেলে দুলে!
মুছছে দাদী রাগ ভুলে ঘাম
চশমা দাদু খুলে।
অক্ষি ছোটুর ভার -
নাচ সঁপে আজ ফ্যানের তলায়
মানছে খুকি হার।

খুঁজছে ছায়া গো-ছাগ বিজন বাটে।
বের করে জিভ ডুবছে কুকুর
নৌকা বাঁধা ঘাটে।
রুক্ষ টুনির ডাক -
দিচ্ছে না দৌড় দুষ্টু পুষি
দরজা পেয়ে ফাঁক।

ফুল পাতা ফল ভুলছে ক্ষোভে খ্যাতি।
তুলছে না শির সবুজ ফসল
একটু সুখে মাতি।
তপ্ত মেঘের ঘাড় -
চলছে বেড়েই ষণ্ডা রোদের
গনগনে আবদার।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন