এই নদীর প্রেমে

বোরহানুল ইসলাম লিটন বোরহানুল ইসলাম লিটন

এই নদী কথা বলে চাঁদনী নিশীথে
ধারালো ধারায় টেনে খানিকটা লাজ মুখে হাসি,
ইশারায় মনে হয় আমাকেই ডাকে
অথচ হয়নি বলা কখনোই তারে
’ও হে সুনয়না তোরে বুকে রেখে খুব ভালোবাসি!’

তবুও গোপনে বসে দূর থেকে দেখি
সাজায় কেমনে ঢেউ ওই দেহে যৌবনের খেলা,
হয়তো আমারি মতো চুপিসারে খুঁজে
ছন্দিত সুডৌল নাচ বাঁকা চোখে মেঘ বেঁধে ভেলা।

এভাবেই ক্ষণ গড়ে স্বপ্নের আবাস
মৃদুলা বাতাসে চষে সযতনে প্রণয়ের সুর,
প্রিয় এ’ নদীর প্রেমে আমি তাই রচি
স্তব্ধ প্রকৃতির পায়ে জাগা এক রূপালী ঘুঙুর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন