হয়তো খোঁজেই জাগে!
বোরহানুল ইসলাম লিটন
কাঁচের মতোন জলে খলসের মতি
চিলের ডানায় চড়ে মেললেও কার্তিকের স্রোত,
ক্ষয়িষ্ণু নাড়ার দল ফেলে অবহেলে
সুদূরে হারিয়ে যায় ঠিকই তার সুখেরি আড়ৎ।
বিটপী বায়ুর খেলা চোখা চোখে মেপে
নিজেরে বাঁধতে সেথা টুনি ভাবে আজবই এ’ ক্ষিতি,
নইলে কাকের ঠোঁটে রোজই হতো জমা
হংস ছানার ক’টা ফুটফুটে অবলা পিরিতি!
দিলেও মিহির ধুলা বদনেই মাখি,
ভীষণ ব্যাকুলে ওই দিগন্তের পাড়ে
রাখালি বাঁশির সুর এঁকে থামে গোধূলির আঁখি।
থামলে দিনের শেষে ঝড়ো কোলাহল,
কি জানি কি ভেবে এসে বাদাড়ের আড়ে
আঁধারও পরাতে চায় জোনাকিরে সুফলা কাজল।
দেখি নাকো কারে যেনো শ্যামলা এ’ বাটে
হয়তো খোঁজেই জাগে হৃদয়ে এ’ ভুখা আর্তনাদ,
বুঝেই বেহাল দশা ভাবে বিভাবরী
আকাশে অনন্ত কাল ফিরবে কি পঞ্চমির চাঁদ!!
চিলের ডানায় চড়ে মেললেও কার্তিকের স্রোত,
ক্ষয়িষ্ণু নাড়ার দল ফেলে অবহেলে
সুদূরে হারিয়ে যায় ঠিকই তার সুখেরি আড়ৎ।
বিটপী বায়ুর খেলা চোখা চোখে মেপে
নিজেরে বাঁধতে সেথা টুনি ভাবে আজবই এ’ ক্ষিতি,
নইলে কাকের ঠোঁটে রোজই হতো জমা
হংস ছানার ক’টা ফুটফুটে অবলা পিরিতি!
দিলেও মিহির ধুলা বদনেই মাখি,
ভীষণ ব্যাকুলে ওই দিগন্তের পাড়ে
রাখালি বাঁশির সুর এঁকে থামে গোধূলির আঁখি।
থামলে দিনের শেষে ঝড়ো কোলাহল,
কি জানি কি ভেবে এসে বাদাড়ের আড়ে
আঁধারও পরাতে চায় জোনাকিরে সুফলা কাজল।
দেখি নাকো কারে যেনো শ্যামলা এ’ বাটে
হয়তো খোঁজেই জাগে হৃদয়ে এ’ ভুখা আর্তনাদ,
বুঝেই বেহাল দশা ভাবে বিভাবরী
আকাশে অনন্ত কাল ফিরবে কি পঞ্চমির চাঁদ!!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন