বোরহানুল ইসলাম লিটন

কবিতা - যেইখানে

লেখক: বোরহানুল ইসলাম লিটন

’অশান্ত ঊষর মনে সাহারার খরা,
জ্বলন্ত সা-হারা পণ ডাক হরকরা!’

সহস্র বছর হলো এভাবেই গত
পায়নি হিমের ছোঁয়া ক্ষণকাল দূর্বায় এ ভূমি –
যেইখানে জেগে ছিলে তুমি!

একদা হেমন্ত এনে আমনের শীষ
ছড়াতো হরেক আশা এ দুয়ারে স্ব-সুবাসে চুমি –
যেইখানে জেগে ছিলে তুমি!

থাকতে দেয়নি রাতে হয়ে আনমনা
রয়েও টাকলা মাঠে নীরবেই চড়ুইয়েরা ঘুমি –
যেইখানে জেগে ছিলে তুমি!

আমারি এ চির-চেনা বাংলার ধারা
আনেই প্রতিটি ভোর যেইখানে নবরূপে দিন,
হয়তো সকলি আছে তবু হয় মনে
স্বভাবে কিছুই নেই সবই ছিলো তোমাতে রঙিন!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন