সমগ্র এ’ বাংলাকে চিনতে চেয়েছি আমি
যার পানে চেয়ে বারে বারে,
সঁপে চির ভালোবাসা
জেনেছিলো সে কি আশা!
হয়তো বুঝেই গেছে কিংবা না পেরে
গুড় নদী সাঁতরে ওপারে।
একা আজ খুব বলি –
কতো বড় এ’ শ্যামলী? সীমানার একদম শেষ?
কিছুই হলো না জানা বসে এই পাড়ে
বাঁকি যা বাসনা হারে
লহরির আছাড়ে আছাড়ে!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন