মনটা চায়!
বোরহানুল ইসলাম লিটন
ঊর্ধ্ব গগন স্বচ্ছ আছে ঠিক-ই
চায় না থাকুক বক্ষ চির নীল,
চৈতী রোদের সেই যে ধিকি ধিকি
আর খুঁজে না রুষ্ট কাতর চিল।
মাঘের প্রাতে জ্বললে শিশির কণা
আজ কি ওরা সতেজ ঘাসের তাজ!
খড়ের চালে কাক হয়ে আনমনা
কোথায় গো দেয় ডিমের ছালে ভাঁজ?
ধায় না বলে গরুর সাথে রবি
নির্বাসনে মিহিন ধুলার মান,
তপ্ত সাঁঝে পেয়ে মাচার ছবি
ঘুগরি রচে উক্কু মালার গান।
যন্ত্রে মানুষ খাচ্ছে শুনে ভাত
কলুর বলদ উলুর বাগান হারা,
গর্বে ভুলে ময়ুর কোকিল জাত
লোকালয়েই যায় ওরা রোজ মারা।
কাল প্রবাহের দেখে এহেন হাল
মনটা চায় এ’ সভ্যতাকে পিষি,
ভেঙে তুলে সব যা জমির আল
বিশ্বব্যাপী বপন করে তিসি।
চায় না থাকুক বক্ষ চির নীল,
চৈতী রোদের সেই যে ধিকি ধিকি
আর খুঁজে না রুষ্ট কাতর চিল।
মাঘের প্রাতে জ্বললে শিশির কণা
আজ কি ওরা সতেজ ঘাসের তাজ!
খড়ের চালে কাক হয়ে আনমনা
কোথায় গো দেয় ডিমের ছালে ভাঁজ?
ধায় না বলে গরুর সাথে রবি
নির্বাসনে মিহিন ধুলার মান,
তপ্ত সাঁঝে পেয়ে মাচার ছবি
ঘুগরি রচে উক্কু মালার গান।
যন্ত্রে মানুষ খাচ্ছে শুনে ভাত
কলুর বলদ উলুর বাগান হারা,
গর্বে ভুলে ময়ুর কোকিল জাত
লোকালয়েই যায় ওরা রোজ মারা।
কাল প্রবাহের দেখে এহেন হাল
মনটা চায় এ’ সভ্যতাকে পিষি,
ভেঙে তুলে সব যা জমির আল
বিশ্বব্যাপী বপন করে তিসি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন